চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল ৩ জনের, সবাই নারী

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২২ | ৬:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। এর মধ্যে দু’জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও একজন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ডেঙ্গুতে মারা যাওয়া রোগীরা হলেন- নগরীর পাহাড়তলী এলাকার শিউলি রানী (৪০), খুরশিদা বেগম (৭০) ও মোগলটুলি এলাকার দিল আরা বেগম (৫০)।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

 

সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিভিন্ন সময়ে তিনজন মৃত্যুবরণ করেন। চলতি বছর ডেঙ্গুতে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক অং সুই প্রূ মারমা বলেন, এখনও ২৩ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর এ হাসপাতালে ২০০ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।

 

এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর রোগী শনাক্ত হয়েছে ৪০৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় (গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের ৩২৮ ও ঢাকার বাইরের ১০৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৫৫৭ ডেঙ্গু রোগী।

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট