চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

ভাসানচর থেকে সাঁতরে সন্দ্বীপে আসা ৪ রোহিঙ্গা আটক

সন্দ্বীপ সংবাদদাতা

৪ সেপ্টেম্বর, ২০২২ | ৬:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপ থেকে চার রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। আটক চার রোহিঙ্গা নাগরিক হলেন- মো.রফিক (২০) আজিম উল্ল্যাহ (১৯), মো.আজিজ (১৯) এবং মো.জোবায়ের (১৯)। তারা সবাই ভাসানচর থেকে সাঁতরে পালিয়ে এসেছে বলে জানান সন্দ্বীপ থানার পুলিশ।

আজ রবিবার (৪ সেপ্টেম্বর) ভোরে মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মো.নিজাম উদ্দিন জানান, চার যুবককে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজন জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা রোহিঙ্গা। এরপর তাদের আটক রেখে স্থানীয় থানায় খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, চার রোহিঙ্গা নাগরিককে মুছাপুর ইউনিয়ন থেকে থানায় আনা হয়েছে। তাদের কোস্ট গার্ডের মাধ্যমে আবারো ভাসানচর পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, আজ ভাটার সময় ভাসানচর থেকে সাঁতরে সন্দ্বীপে চলে এসেছে।

উল্লেখ্য, গত চারদিন আগেও মুছাপুর ইউনিয়ন থেকে আরো চার রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছিল।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট