চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৬ জন

নিজস্ব প্রতিবেদক

৪ সেপ্টেম্বর, ২০২২ | ৬:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। আক্রান্ত ৬ জনই নগরীর বাসিন্দা। রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের জেলা কীটতত্ত্ববিদ ইনতেজার ফেরদৌস।

শনিবার নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যায় ১২ জন। অথচ তার আগের দিন শুক্রবার এ সংখ্যা ছিল মাত্র ৪ জন। আর ১ সেপ্টেম্বর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৬ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, জেলায় গত ৮ মাসে ১৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ৪৭ শিশু রয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, জুন মাস থেকে চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়। এই বছরের শুরুতে জানুয়ারি মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৫ জন, ফেব্রুয়ারি মাসে একজন। এরপর টানা তিন মাস চট্টগ্রামে কোনো ডেঙ্গু রোগী পাওয়া যায়নি। কিন্তু জুন মাসে আক্রান্ত হন ১৭ জন। জুলাই মাসে তা বেড়ে দ্বিগুণ (৩৪ জন) হয়ে যায়। আর আগস্ট মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯৭ জন।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট