চট্টগ্রাম রবিবার, ০৫ মে, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে অতিরিক্ত ভাড়া আদায় করছে চালকরা, গুনল জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১ সেপ্টেম্বর, ২০২২ | ৯:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায় করায় ৪ বাসচালককে ১৩ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এছাড়া ফিটনেস, রোড পারমিট, ট্যাক্স টোকেন ও ডাইভিং লাইসেন্স না থাকায় সর্বমোট ৮ চালককে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর পলোগ্রাউন্ড মোড়ে অভিযান চালিয়ে এ জরিমানা করেন বিআরটিএ’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার ‍মুক্তার।

পূর্বকোণকে তিনি বলেন, আজ বিকেলে নগরীর পলোগ্রাউন্ড মোড়ে ২০টি সিএনজিচালিত বাস ও ৪০টি ডিজেলচালিত বাসে অভিযান চালানো হয়। অভিযানে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করায় যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে ৪ বাসচালককে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রোড পারমিট না থাকায় এক চালককে ২ হাজার টাকা, ফিটনেসবিহীন গাড়ি চালানোয় ১ চালককে ৫ হাজার টাকা ও ট্যাক্স টোকেন না থাকায় ১ চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোয় এক চালককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্বকোণ/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট