চট্টগ্রাম রবিবার, ০৫ মে, ২০২৪

লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীকে মারধর পেকুয়ায়

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

১ সেপ্টেম্বর, ২০২২ | ৮:৫৫ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় চাঁদা না দেওয়ায় নুরুল হোসেন নামে এক প্রবাসীকে মারধরের অভিযোগ উঠেছে। তিনি উপজেলার মাতবরপাড়া এলাকার নেছার আহমদের ছেলে।

বুধবার (৩১ আগস্ট) রাত ১০টায় উপজেলা সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই সময় তার বাড়িতে ভাংচুর করা হয়।

 

আহত নুরুল হোসেনের বাবা নেছার আহমদ বলেন, দীর্ঘদিন ধরে আমাদের পার্শ্ববর্তী গোঁয়াখালী উত্তরপাড়া এলাকার নওশা মিয়ার ছেলে রাসেল, তামিম ও ইমরান চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে মুরগির খামার ও দোকান পুড়িয়ে ফেলার হুমকি দিত তারা। সে ধারাবাহিকতায় বুধবার রাতে এসেও তারা এক লাখ টাকা দিতে বলে। টাকা দিতে রাজি না হওয়ায় তারা দেশীয় অস্ত্র দিয়ে আমার ছেলের ওপর হামলা করে। একইসঙ্গে আমাদের খামার ও দোকানেও ভাংচুর করে তারা। এ সময় ছেলেকে বাঁচাতে গেলে আমাকেও মারধর করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।’

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট