চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে ৫-১১ বছর বয়সীদের করোনার টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২২ | ৫:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডের স্কুল, মাদ্রাসা ও এতিমখানায় ৫-১১ বছর বয়সী শিশুদের করোনার টিকাদান শুরু হয়েছে। বুধবার (২৪ আগস্ট) সকালে নগরীর সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুলে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

জানা গেছে, ১৬৪টি টিম মহানগরীর প্রত্যেক স্কুলে গিয়ে টিকা প্রয়োগে অংশ নেবে। এ সময় শিশুদের ফাইজারের টিকা দেওয়া হবে। টিকা পাবে চার লাখের বেশি শিশু।

 

এ সময় মেয়র বলেন, যথাসময়ে কোভিড ভ্যাকসিন সংগ্রহ ও প্রয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সফলতা বিশ্বে সমাদৃত হয়েছে। করোনা প্রতিরোধ টিকা প্রদানের ক্ষেত্রে চসিক যে সফলতা অর্জন করেছে তা ধরে রাখতে হবে। টিকা গ্রহণের সুযোগ থেকে যেন কোন শিক্ষার্থী বাদ না পড়ে, সে ব্যাপারে প্রত্যেককে নজর রাখতে হবে। এছাড়া জন্ম নিবন্ধনের বাধ্যবাধকতার কারণে কেউ যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য কাউন্সিলরগণ সহযোগিতা করবেন।

এ সময় উপস্থিত ছিলেন চসিক স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি জহর লাল হাজারী, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাছিম ভূঁইয়া, ডা. ইমাম হোসেন রানা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিটন বড়ুয়া, অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী, ডাক্তার নাসিম ভূঁইয়া প্রমুখ।

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট