চট্টগ্রাম রবিবার, ০২ এপ্রিল, ২০২৩

সর্বশেষ:

১৩ আগস্ট, ২০২২ | ৯:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

চকবাজারে টেম্পো চালকসহ ২ জনকে কুপিয়ে আহত

নগরীর চকবাজার থানাধীন অলি খাঁ মসজিদ মোড়ে চাঁদা না দেয়ায় টেম্পো (মাহিন্দ্রা) চালকসহ দুইজনকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ( ১৩ আগস্ট) বিকেলে চারটার সময় এই ঘটনা ঘটে। 

আহতরা হলেন : টেম্পো চালক মো. মাসুদ (২২) ও অটো টেম্পো শ্রমিক নেতা মো. খলিল (৪০) 

আহত অটো টেম্পো শ্রমিক নেতা মো. খলিল পূর্বকোণকে বলেন, টেম্পো স্ট্যান্ড থেকে নিয়মিত চাঁদা নেয় তারা। না পেলে প্রায় সময় চালকদের মারধর করেন। আজ শনিবার বিকেলে মাহিন্দ্রা চালক মাসুদকে মারছিল। তখন আমি গিয়ে বাধা দিলে আমার পায়ে কুপিয়ে আহত করে । এসময় চালক মাসুদও গলায় আঘাত পেয়েছে। ঘটনার সময় আমার পকেট থেকে ছয় হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে তারা । এ ঘটনায় জড়িত তিন জন মো. ইমন ( ঘাসিয়াপাড়া), মো.সুজন (পাঁচলাইশ) ও শহীদুল প্রকাশ বুইশ্যা (বহদ্দারহাট) এর বিরুদ্ধে আমি চকবাজার থানায় অভিযোগ করতে এসেছি । 

বিষয়টি জানতে চাইলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস জাহান বলেন, বিষয়টি নিয়ে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। আজ আমি দায়িত্ব হস্তান্তর করে চলে যাচ্ছি । তবে অভিযোগ পেলে তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নিবে চকবাজার থানা পুলিশ।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট