চট্টগ্রাম শুক্রবার, ১০ মে, ২০২৪

সর্বশেষ:

জোর করে রেললাইনে উঠে যায় মাইক্রোবাস চালক: দাবি গেটম্যানের

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২২ | ৩:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝরনা এলাকায় দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটি জোর করেই গেটবার তুলে রেললাইনে উঠে যায় বলে দাবি করেছেন সেখানকার গেটকিপার।

তার বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

 

রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, খৈয়াছড়া এলাকায় রেললাইনের ওপর দিয়ে একটি সড়ক পথ আছে। গেটকিপার জানিয়েছে সেখানে ট্রেন আসার সংকেত দিয়ে গেটবার ফেলা হয়েছিল। কিন্তু সেটি জোর করে তুলে মাইক্রোবাসের চালক রেললাইনে প্রবেশ করেন। এরপরই মহানগর প্রভাতী ট্রেন এসে সেটিকে ধাক্কা দেয়। তবুও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

মাইক্রোবাসের নিহত যাত্রীরা খৈয়াছড়া ঝরনা দেখতে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। তবে নিহতদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট