চট্টগ্রাম শুক্রবার, ০৩ মে, ২০২৪

গণপরিবহনে পয়সা ফেলে কৌশলে যাত্রীর টাকা হাতিয়ে নিতো তারা

নিজস্ব প্রতিবেদক

৬ জুলাই, ২০২২ | ১১:৩৮ অপরাহ্ণ

টেম্পো কিংবা বাসে হঠাৎ কোন যাত্রীকে টার্গেট করে তার দুপাশে বসে ছড়িয়ে দেয়া হতো পয়সা। আর সেই পয়সা কুড়িয়ে নেয়ার নামে যাত্রীর টাকা ও মোবাইল হাতিয়ে নিয়ে চম্পট দিত একটি চক্র। গত ২৭ জুন এমন একটি ঘটনায় পুলিশের হাতে আটক আলী ইউসুফ রানার (৫০) জবানবন্দিতে দেয়া তথ্য অনুয়ায়ী মঙ্গলবার (৫ জুলাই) পৃথক অভিযানে মো. জাহাঙ্গীর আলম, মো. রাসেল এবং মো. সামসুদ্দিন সামসু নামের আরও তিনজনকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে গত ২৭ জুনের ঘটনায় মামলার বাদী একজন সাব-কন্ট্রাক্টার হাতিয়ে নেয়া ৬০ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানান যে, তারা মহানগরীর বিভিন্ন গণপরিবহনে যাত্রীবেশে উঠে এবং তাদের মধ্যে হতে যে কোন ১ জন গাড়ির ভিতরে কয়েন বা টাকা ফেলে দেয়। পরে ফেলে দেওয়া টাকা খোঁজাখুঁজির একপর্যায়ে চক্রের অপরাপর সদস্যগণ যাত্রীদের পকেটে থাকা নগদ টাকা, মোবাইল, মানিব্যাগ ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট