চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সন্ত্রাসী হামলার প্রতিবাদে বান্দরবানে ত্রিপুরা সম্প্রদায়ের মানববন্ধন

বান্দরবান সংবাদদাতা

৩ জুলাই, ২০২২ | ৪:৪৯ অপরাহ্ণ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় সন্ত্রাসী হামলায় তিনজন নিহত ও দুই শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মানববন্ধন করেছে বান্দরবানের ত্রিপুরা সম্প্রদায়।

রবিবার (৩ জুলাই) সকালে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। পরে তারা জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

এ সময় বক্তারা কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট সংগঠনটিকে নিষিদ্ধ করা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য সত্যহা পাঞ্জি ত্রিপুরা, দেনদহা জলাই ত্রিপুরা, শুরেশ ত্রিপুরা, গাব্রিয়াল ত্রিপুরা, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর প্রমুখ।

উল্লেখ্য, গত ২১ জুন রাঙামাটির বড়থলি ইউনিয়নের সাইজামপাড়ায় সন্ত্রাসীর হামলায় তিনজন নিহত ও দুই শিশু আহত হয়। স্থানীয়রা এই ঘটনার জন্য কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট সংগঠনটিকে দায়ী করছে।

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট