চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দু’ঘণ্টা পর আসবেন বলে চার দিনেও ফেরেননি গাড়ি চালক হাসেম

৯ জুন, ২০২২ | ১১:২৬ পূর্বাহ্ণ

সৌমিত্র চক্রবর্তী 

আপনারা আমার বাবাকে ফিরিয়ে দেন। কেন বাবা আসছে না। বাবা বলেছিলো দুই ঘণ্টা পর বাড়ি আসবেন। দুই ঘণ্টা কি শেষ হয় নি? আমি আর কিছু চাই না। প্লিজ আপনারা আমার বাবাকে এনে দেন। অঝোরে কাঁদতে কাঁদতে এই কথাগুলো বলছিলো সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মসজিদ্দা এলাকার বাসিন্দা লরি চালক আবুল হাসেমের মেয়ে সালমা আক্তার (১৩)। স্থানীয় বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সালমার বুকফাটা এই কান্নায় উপস্থিত সকলের চোখে পানি চলে আসে। সালমা কাঁদতে কাঁদতে বলে আমাকে বাবার মতো কেউ ভালোবাসে না। বাবা কখনো আমাকে কষ্ট দিতে চাইতেন না। বাবা না থাকলে আমরা কি করে বাঁচব? আমার দুই ছোট ভাই-বোন কি নিয়ে বাঁচবে? আপানারা আমার বাবাকে খুঁজে এনে দেন। শুধু সালমা নয়, বাবাকে না পেয়ে ঘরের কোনে বসে কাঁদছিলো তার ছোট বোন সায়মাও (৮)। আর কোনভাবে মেয়েদের শান্তনা দিতে পারছিলেন না কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে পড়া তাদের হতভাগ্য মা রেহানাও। তিনিও স্বামীর জন্য আহাজারি করছিলেন। কাঁদতে কাঁদতে রেহানা বলেন, আমার স্বামী (আবুল হাসেম) একটি কোম্পানির লরি চালক ছিলেন। শনিবার রাতে ঐ কোম্পানির একটি কনটেইনার নিয়ে বিএম কনটেইনার ডিপোতে যান। সেখানে গিয়ে আমাকে ফোনও দেন। উনার তিন ছেলে মেয়ে কি করছে জানতে চেয়ে বলেন, কনটেইনার আনলোড করে আমি দুই ঘণ্টা পর আসছি। তুমি ছেলে মেয়েদের ভাত দিয়ে দাও। উনার কথা মতো আমি ছেলে মেয়েদের ভাত খেতে দিয়ে অপেক্ষায় থাকি। কিন্তু তিনি আর আসেননি। পরে শুনতে পাই ওই কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ হয়েছে। এরপর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যায়। সেই থেকে চারদিন কতবার সেখানে গেছি, তার আর কোন খোঁজ পাইনি। কার কাছে তার খোঁজ পাব জানি না। কেউ যদি পারেন আমাকে আমার স্বামীর খোঁজ দেন। এভাবে আবুল হাসেমের স্ত্রী, বড় মেয়ে, ছোট মেয়ের কান্নায় উপস্থিত পাড়া প্রতিবেশীদেরও চোখ বেয়ে পানি পড়তে থাকে।
কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোর্শেদুল আলম চৌধুরী বলেন, আবুল হাসেম গত তিন দিনেও বাড়ি ফিরে না আসায় তার হতভাগ্য স্ত্রী ছোট্ট সন্তানদের নিয়ে একবার হাসপাতালে একবার ডিপোর সামনে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। তাদেরকে কিভাবে শান্তনা দেব আমি নিজেও তা বুঝতে পারছি না।

পূর্বকোণ/এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট