চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চান্দগাঁও আবাসিকে এক বাসায় পর পর তিনদিন চোরের হানা

আতঙ্কে চিকিৎসক পরিবার

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০১৯ | ২:২১ পূর্বাহ্ণ

চান্দগাঁও আবাসিক বি ব্লকের এক বাসায় পর পর তিনদিন চোরের দল হানা দেয়ায় বাসিন্দারা চরম আতঙ্কে রয়েছেন। চোরেরা বাসা থেকে দুটি মোবাইল ও মূল্যবান কাপড় চুরি করে নিয়ে গেছে। ১০ নম্বর রোডের ৩৯১ নম্বর হোল্ডিংএর দ্বিতীয় তলায় প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফেরদৌসী বেগমের বাসায় এই চুরির ঘটনা ঘটেছে। ডা. ফেরদৌসী বেগম জানান, বৃহস্পতিবার গভীর রাতে চোরের দল গ্রিল কেটে ঘরে ঢুকে আলমিরা ভেঙ্গে মূল্যবান কাপড় চোপড় তছনছ করে স্বর্ণালংকার খুঁজতে থাকে। তিনি নামাজ পড়তে উঠলে মানুষের নড়াচড়া দেখে ডাকাডাকি শুরু করলে চোরেরা দুটি মোবাইল ও কিছু মূল্যবান কাপড় নিয়ে পালিয়ে যায়। এব্যাপারে তিনি চান্দগাঁও থানায় অভিযোগ

দায়ের করলে পুলিশ তেমন গুরুত্ব দেননি। বাসায় কেউ নেই মনে করে শুক্রবার সকাল ১০টায় আবারো চোরেরা ঘরে প্রবেশের চেষ্টা করে। এসময় তার পুত্রবধূ চিৎকার দিলে চোরেরা চলে যায়। আশ্চর্যজনক হলেও সত্যি যে, গতকাল রবিবার দুপুর ১২টায় চোরেরা জানালার কাচ ভেঙ্গে গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এবারো তার পুত্রবধূ তাকে দ্রুত বাসায় আসার জন্য ফোন করলে ঘরে লোক আছে বুঝতে পেরে চোরেরা পালিয়ে যায়। বিষয়টি পুনরায় পুলিশকে জানালে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া বার বার চোরের হানা দেয়ার বিষয়টি বাড়ির মালিককে অবহিত করার পরও বাড়ির মালিক কোন গুরুত্ব দেননি। তিনি আরো বলেন, বাড়িতে কোন সিসি ক্যামেরা নেই। নিরাপত্তারক্ষী থেকেও না থাকার মতো।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট