চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উত্তর পাহাড়তলী ওয়ার্ডে উন্নয়ন কাজে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা

উন্নয়ন কাজের সুফল ভোগ করতে হলে নগরবাসীর মনের পরিবর্তন করতে হবে

২৭ জুলাই, ২০১৯ | ১:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. জহুরুল আলম জসিম বলেন, দায়িত্ব গ্রহণের চার বছরের মধ্যে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের প্রায় ১২০ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে।
আগামী ১ বছরের মধ্যে আরো ২৩ কোটি টাকার কাজ চলমান আছে। তিনি বলেন, গ্রিন ও ক্লিন সিটির রূপকার সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের ঘোষিত উন্নয়ন কাজের সুফল ভোগ করতে হলে নগরবাসী মনের পরিবর্তন করতে হবে। জলাবদ্ধতা নিরসনের নালা নর্দমায় দৈনন্দিন দিনের গৃহস্থলির বর্জ্য অপসারণের লক্ষ্যে জনগণকে সচেতন করার জন্য ডোর টু ডোর বিনামূল্যে বিন বিতরণ কার্যক্রম চালু করলেও বর্তমানে কিছু কিছু জনগণ এখনও নালা নর্দমায় ময়লা ফেলে জলাবদ্ধতা সৃষ্টি করছে এবং উন্নয়ন কাজকে সুনজরে দেখছেনা। তাই উন্নয়ন কাজ দেখতে হলে চোখের পরিবর্তনের চেয়ে মনের চোখ দিয়ে দেখলেই উন্নয়ন দেখা যাবে। গতকাল সকালে পূর্ব ফিরোজশাহ্ আবাসিক এলাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চসিকের নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, সহকারী প্রকৌশলী গোরফান আহমেদ, অলি আহমেদ, পরিদর্শক মো. নুরুল আবছার, ৯, ১০ ও ১৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, মো. ইলিয়াছ খান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. জসিম উদ্দিন, মো. মোশারফ হোসেন, মো. আনোয়ার পাশা, মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম, মো. নুরুল ইসলাম, মো. শামীম আহমেদ সুমন, মো. ইকবাল, বেলাল উদ্দিন জুয়েল, তৌহিদুল ইসলাম পাপ্পু, আবু নোমান নাহিদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট