চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ইছহাক মিয়ার মৃত্যুবার্ষিকীতে স্মরণানুষ্ঠানে সিটি মেয়র

তাঁর মত প্রয়াত নেতারাই আদর্শ রাজনীতির আয়না

২৭ জুলাই, ২০১৯ | ১:৪৭ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, দলের নীতি-আদর্শকে ধারণ করে যারা আদর্শিক কর্মী হিসেবে স্বীকৃত তাদেরকে নিয়ে রাজনৈতিক জীবন সাজাবো। ভোগের রাজনীতি পরিহার করে ত্যাগের রাজনীতিতে আসতে হবে। তিনি আরো বলেন, ইছহাক মিয়ার মত প্রয়াত নেতারাই আমাদের আদর্শিক রাজনীতির আয়না। এই আয়নায় নিজেকে দেখলেই আমরা বুঝবো কতটুকু রাজনৈতিক কর্মীর যোগ্যতা অর্জন করেছি। গতকাল (বৃহস্পতিবার) বিকেলে সাবেক গণ পরিষদ সদস্য, সংবিধান প্রণেতা, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সাবেক সদস্য মরহুম ইছহাক মিয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি একথা বলেন। সভাপতির ভাবক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ঐতিহ্যগতভাবেই আমরা আওয়ামী পরিবারের উত্তরসুরী। আমাদের এই ঐতিহ্যের পূর্বসুরী ইছহাক মিয়া। মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণানুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, এডভোকেট সুনীল কুমার সরকার, সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন সম্পাদক এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহবুবুল হক মিয়া, নেতৃবৃন্দের মধ্যে নুরুল আলম, ড. নিছার উদ্দীন মনজু, মরহুমের জ্যেষ্ঠ সন্তান রেজোওয়ান আহমেদ, রেজাউল করিম কায়সার, আবদুল্লাহ আল ইব্রাহিম, সলিমউল্লাহ বাচ্চু, নূর মো. নুরু, মিথুন বড়–য়া, এইচ এম সোহেল, নাজমুল হক ডিউক প্রমুখ।
এর আগে সকাল ১০টায় মরহুমের কবরে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এতে দোয়া মাহফিল পরিচালনা করেন অধ্যাপক মাসুম চৌধুরী।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট