চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সীতাকু-ে বিভিন্ন সড়কে চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, সীতাকু-

২৭ জুলাই, ২০১৯ | ১:০২ পূর্বাহ্ণ

সীতাকু-ের বিভিন্ন সংযোগ সড়কে সিএনজি অটোরিকশা থেকে গণহারে চাঁদাবাজি হচ্ছে বলে অভিযোগ করেছেন থানা অটে টেম্পো চালক ও সহকারী ইউনিয়নের (রেজি: ১৬৩৩/৯২) নেতৃবৃন্দ।
সীতাকু- প্রেসক্লাবে গত ২১ জুলাই সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলীম উল্লাহ (মিঠু)। তিনি দাবি করেন, তাদের সংগঠন হচ্ছে সীতাকু-ে অটোটেম্পো চালক ও সহকারীদের একমাত্র সংগঠন। কিন্তু এই সংগঠন গত চার বছর কোন কার্যক্রম করতে পারেনি নানা কারণে। এই সুযোগে প্রতিটি সংযোগ সড়কে কিছু কিছু যুবক প্রতিটি সিএনজি টেক্সি থেকে দৈনিক ১৫ টাকা করে চাঁদা তুলছে। এ খাতে ৩ শতাধিক সিএনজি টেক্সি আছে। এসব টেক্সি থেকে বিপুল পরিমাণ চাঁদা উত্তোলন করা হলেও সেই টাকা সংগঠনের কোন কাজে আসছে না। বিভিন্ন রুটে জয়নাল হাজারী, নুর সোলেমান, জব্বর, মহিউদ্দিন, মো. নবী, শামছু চৌকিদার, মসিউদোজ্জা, আমিন, সুমন নামক যুবকরা চাঁদা তুলছে জানিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার আবেদন জানান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রুবেল হোসেন, দপ্তর সম্পাদক পাভেল খান, প্রচার সম্পাদক আলাউদ্দিন, জাবেদ হোসেন, সুষ্ময় দাশ রাহুল, কামাল উদ্দিন, রবিউল হাসান প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট