চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাঙামাটি-চট্টগ্রাম সংযোগ সড়ক বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন

পূর্বকোণ প্রতিনিধি, রাঙামাটি

২৭ জুলাই, ২০১৯ | ১:০৩ পূর্বাহ্ণ

রাঙামাটি শহরের ফিশারি বাঁধসহ সড়কটি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটিবাসী। বর্তমানে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধির কারণে হুমকির মুখে থাকা শহরের দৃষ্টিনন্দন ফিশারি বাঁধসহ সড়কটি রক্ষার দাবিতে ২৫ জুলাই সকালে বাঁধের ওপর দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত রাঙামাটি শহরের ফিসারি সংযোগ সড়ক বাঁধ রক্ষার দাবিতে রাঙামাটিতে অনুষ্ঠিত মানববন্ধনে ৩০টিরও বেশি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছরই বাঁধটি হ্রদের পানিতে বিলীন হয়ে যাচ্ছে। বাঁধটি এখন এতোটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যেকোন দিন বাঁধ ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র কিছু বল্লি দিয়ে বাঁধ রক্ষা করার সম্ভব নয়। প্রতি বছর এ সড়কটি রক্ষার নাম করে অস্থায়ী মেরামত করা হয়। এতে এটি প্রতি বছর ভাঙে। প্রতি বছর অর্থ অপচয় করা হয়। এ বাঁধটি কাপ্তাই বাঁধের পর মূল নিউ রাঙামাটির সাথে চট্টগ্রাম- ঢাকায় চলাচলের সংযোগ সড়ক। এটি রাঙামাটি শহরের বনরূপার সঙ্গে রিজার্ভ বাজার ও তবলছড়ির সংযোগ স্থাপন করেছে। অবিলম্বে বাঁধের কাজ শুরু না করলে আগামী অক্টোবর মাস থেকে ধারাবাহিকভাবে কর্মসূচিসহ কঠোর কর্মসূচি পালনের হুমকি দেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, পরিবেশকর্মী ললিত চন্দ্র চাকমা, মঈন উদ্দিন সেলিম, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সোলায়মান, রাঙামাটি পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, জামাল উদ্দিন, শফিউল আজম, খোকন কুমার দে, কালের কণ্ঠ শুভসংঘর সভাপতি অসীম দাশ গুপ্ত,ওয়াল্ড পিস এন্ড হিউম্যান রাইটস সোসাইটির দেবাশীষ পালিত রাজা, কিংস সামগ্রিক উন্নয়ন সোসাইটির আনোয়ার হোসেন, স্বপ্নবুনন’র নুর তালুকদার মুন্না, পার্বত্য চট্টগ্রাম সামাজিক সংগঠন ঐক্য ফোরামের বিমল কান্তি দে, ফ্যান্টাসটিক রাঙামাটি ফেসবুকার, রাঙামাটি হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক নেকাব্বর আলী, মাইনী স্পীডবোট চালক সমিতির সভাপতি মো. রমিজ, চিড়াই কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাসমত আলী, রাঙামাটি মেডিকেল কলেজ ডিবেটিং সোসাইটির ¯েœহাশীষ চক্রবর্তী প্রমুখ। সঞ্চালনা করেন সাংবাদিক ফজলে এলাহি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট