চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

পোর্ট সিটি ভার্সিটিতে বিজনেস ফিয়েস্তার পুরস্কার বিতরণ

২৫ জুলাই, ২০১৯ | ১২:৫৩ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ কর্তৃক আয়োজিত ৩দিনব্যাপী ‘বিজনেস ফিয়েস্তা’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২২ জুলাই বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে ১৫৭টি দলের ৪৭১ জন শিক্ষার্থী প্রথম ধাপে অংশগ্রহণ করে। বাছাইকৃত ৩০টি দলের মধ্য থেকে চ্যাম্পিয়ন হয় মারকারী, রানার্স আপ হয় ট্রায়ো ও নিবুলা। শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতা ছাড়াও কর্মশালা, কেসস্টাডি এবং সমালোচনামূলক যুক্তি বিশ্লেষণে অংশগ্রহণ করেন। ব্যবসায়ে নতুন উদ্ভাবনী শক্তি সবার মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ও যুগোপযোগী উদ্যোক্তা নির্মাণে- এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগ এ আয়োজন করেছে।
বিভাগের সভাপতি ড. রাজীব চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নূরুল আনোয়ার, বিশেষ অতিথি ছিলেন ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ফসিউল আলম, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ইঞ্জিনিয়ার মফজল আহমেদ। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘একাডেমিক পড়াশুনার পাশাপাশি শিক্ষা সহায়ক কার্যক্রম ছাত্র-ছাত্রীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট