চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পরিবেশ ও আর্থ সামাজিক উন্নয়নে অবদান জনপ্রশাসন পদক পেলেন ডিসি ইলিয়াস হোসেন

২৪ জুলাই, ২০১৯ | ২:০৩ পূর্বাহ্ণ

পরিবেশ ও আর্থ সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় জনপ্রশাসন পদক ২০১৯ পেয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। চট্টগ্রাম চিড়িয়াখানার উন্নয়নে বিশেষ অবদান রাখায় এ পদকের জন্য মনোনীত হন তিনি। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ পদক তুলে দেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সাধারণ ক্ষেত্রে দলগত শ্রেণিতে পাওয়া এ পদকে চট্টগ্রাম জেলা প্রশাসনের অন্য সদস্যরা হলেন চট্টগ্রামের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মমিনুর রশিদ, হাটহাজারীর ইউএনও ও চট্টগ্রাম চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. রুহুল আমিন, কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম এবং চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন

শুভ। চট্টগ্রাম চিড়িয়াখানার অবকাঠামোগত উন্নয়ন, সংস্কার, সাধারণ ও অবহেলিত দু:স্থ শিক্ষার্থীদের জন্য প্রাণী বিষয়ক সচেতনতামূলক শিক্ষা কার্যক্রম, নতুন নতুন প্রাণীর সংযোজন, সংরক্ষণ ও বিনোদন-পর্যটন সুবিধা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ ও আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় পদকের জন্য মনোনীত হয়। ২০১৪ সালের জুনে চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্য সচিব পদে তৎকালীন সহকারী কমিশনার বর্তমানে হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন যোগদানের পর চিড়িয়াখানার উন্নয়নের চিত্র পাল্টে যায়। ৫ বছরে চিড়িয়াখানার নিজস্ব আর্থায়নে ৬ কোটি টাকার উন্নয়ন কাজ করা হয়। কয়েকশ প্রজাতির দেশি-বিদেশি পাখি নিয়ে এভিয়ারি পার্ক, আফ্রিকা থেকে আমদানি করা রয়েল বেঙ্গল টাইগার, জেব্রা, উট পাখি, ইমু পাখিসহ নানান প্রজাতির পশুপাখি। এতে দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে চট্টগ্রাম চিড়িয়াখানা।
পদক গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হাছান ছিদ্দিকী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পতেঙ্গা সার্কেলে সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ।
প্রতিবছর ২৩ জুলাই জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে জাতীয় পর্যায়ে ১১ ব্যক্তি, জেলা পর্যায়ে ৩৪ ব্যক্তি এবং উভয়পর্যায়ে একটি করে মোট দুটি প্রতিষ্ঠান এ বছরের জনপ্রশাসন পদকের জন্য মনোনীত হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট