চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফটিকছড়ি পৌরসভার বাজেট ঘোষণা

নিজস্ব সংবাদদাতা হ ফটিকছড়ি

২৪ জুলাই, ২০১৯ | ১:৫০ পূর্বাহ্ণ

ফটিকছড়ি পৌর সভার ২০১৯-২০ বছরের জন্য ১৮ কোটি ৫১ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ফটিকছড়ি পৌরসভার হল রুমে আয়োজিত এক সুধী সমাবেশে মেয়র আলহাজ মো. ইসমাইল হোসেন এ বাজেট ঘোষণা করেন। বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে অবকাঠামো ও উন্নয়ন খাতে। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৪ কোটি ৪৬ লক্ষ টাকা। এছাড়া ক্রীড়া, সংস্কৃতি ও শিক্ষা খাতে ১৮ লক্ষ টাকা, স্বাস্থ্য খাতে ৪১ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ উপলক্ষে সভা মেয়র আলহাজ মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. আরিফুর রহমান, বিবিরহাট বনিক সমিতির সভাপতি দিদারুল বশর চৌধুরী দুদু, সাবেক সভাপতি নেচার আহমদ চৌধুরী, ব্যবসায়ী মো. ইলিয়াছ, রাবার বাগান ব্যবস্থাপক মো. আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা মাওলানা মো. ইউছুফ, পৌর আ. লীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্যানেল মেয়র গোলাপ মওলা গোলাপ, কাউন্সিলর ফিরোজা বেগম, বেলাল উদ্দিন, রফিকুল আলম চৌধরুী, নাজিম উদ্দিন ছিদ্দিকী, আলাউদ্দিন আল রাকিব প্রমুখ বাজেট আলোচনায় অংশ নেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট