চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নুর শাহ সড়ক উদ্বোধনে এমপি দিদার

সীতাকু-ের একটি সড়কও কাঁচা থাকবে না

নিজস্ব সংবাদদাতা হ সীতাকু-

২৪ জুলাই, ২০১৯ | ১:৫০ পূর্বাহ্ণ

বড়দারোগারহাটের শেখ নূর শাহ সড়কটি নির্মাণ হওয়ায় হাজার হাজার মানুষ উপকৃত হবে। এইভাবে পর্যায়ক্রমে উপজেলার সকল সড়কের উন্নয়ন কাজ হবে। সীতাকু-ের একটি সড়কও কাঁচা থাকবে না। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বড়দারোগারহাটে রহমতনগর শেখ নুর শাহ সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে চট্টগ্রাম-৪ সীতাকু- আসনের এমপি দিদারুল আলম একথা বলেন।
এমপি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রাম হবে শহর। সারাদেশের মত সীতাকু-ও সরকারের উন্নয়নে বদলে যাবে। ৫০ লাখ টাকায় শেখ শাহ নুর সড়ক করা হয়েছে। প্রতিবছর কোটি কোটি টাকার উন্নয়ন কাজ হচ্ছে এখানে।
এতে বিশেষ অতিথি ছিলেন মো. সাইদুল ইসলাম। আরো ছিলেন ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য দিদারুল আলম, দেলোয়ার হোসেন, মো. মমিন, রফিউজ্জামান রফিক, দিদারুল আলম, নুর হোসেন, কন্ট্রাক্টর জসীম উদ্দিন, আবুল হাসেম কোম্পানি, মো. সাইফুল ইসলাম, মো. ইমতিয়াজ হোসেন অন্তর প্রমুখ। উদ্বোধনকালে প্রধান অতিথি দিদারুল আলম এমপি বলেন, এলাকাবাসীর দাবি পূরণে এ সড়কটি আমি নির্মাণ করেছি। এলাকাবাসী এতে খুশি হওয়ায় আমার ভালো লাগছে। ভবিষ্যতেও সবার পাশে থেকে দেশের উন্নয়ন করে যেতে চাই। এলাকাবাসীর স্বপ্ন এ সড়কটি নির্মাণ করায় এমপির কাছে কৃতজ্ঞতা জানান, যুবলীগ নেতা সাইদুল ইসলাম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট