চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

পিএইচপি পরিবারের জন্মবার্ষিকীতে সুফি মিজান

সফল হতে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি

২৪ জুলাই, ২০১৯ | ১:০২ পূর্বাহ্ণ

পিএইচপি পরিবারের ২০তম জন্মবার্ষিকী গত সোমবার সন্ধ্যায় পালন করা হয়েছে। এতে শুভানুধ্যায়ীগণ পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মোহামদ মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান। এ উপলক্ষে দুপুর থেকে খতমে কুরআন ও খতমে বুখারী শরীফ এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় পরিবারের ভাইস চেয়ারম্যান মোহম্মদ মহসিন, পরিচালক জহিরুল ইসলাম রিংকু ও আকতার পারভেজ এবং পরিবারের থার্ড জেনারেশন সদস্য ভিক্টোর মিজান মহসিন উপস্থিত ছিলেন। তাছাড়া পিএইচপি ফ্যামিলির এক্সিকিউটিভ ডাইরেক্টরবৃন্দসহ সকল স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়।
পিএইচপি পরিবারের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সুফি মোহামদ মিজানুর রহমান বলেন, ১৯৯৯ সালে এই দিনে আমি পিএইচপি ফ্যামিলি গঠন করেছিলাম। অনেক কষ্ট করে তিলে তিলে আমি এ প্রতিষ্ঠান গড়ে তুলেছি। পিএইচপি আজ দেশের শ্রেষ্ঠ করদাতা। আজ পিএইচপি এর জন্মদিনে আমি অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, জীবনে সফল হতে হলে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি, আত্মবিশ্বাস, নিয়মানুবর্তিতা, কঠোর পরিশ্রম করার মানসিকতা ও সততা। তিনি এ শুভদিনে পিএইচপি পরিবারের জন্য সকলের দোয়া কামনা করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট