চট্টগ্রাম শনিবার, ১১ মে, ২০২৪

সর্বশেষ:

নারী নির্যাতন মামলায় জামিন পেলেন বান্দরবানের পৌরমেয়র

বান্দরবান সংবাদদাতা

২৬ জানুয়ারি, ২০২২ | ৮:৩৬ অপরাহ্ণ

নারী শিশু নির্যাতন মামলায় জামিন পেয়েছেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র মো. ইসলাম বেবী।

বুধবার (২৬ জানুয়ারি) জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক জামিন আদেশ দেন। একই মামলায় অভিযুক্ত অপর ৩ জনও জামিন পেয়েছেন।

বান্দরবান জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বাসিং থোয়াই মার্মার নেতৃত্বে ২৫ জন আইনজীবী ট্রাইব্যুনাল আদালতের শুনানিতে অংশ নিয়ে পৌর মেয়র মো. ইসলাম বেবীর জামিন আবেদন প্রার্থনা করলে ট্রাইব্যুনালের বিচারক শুনানি শেষে ৪ জনের জামিন মঞ্জুর করেন।

আইনজীবীরা বলেন, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাবমূর্তি ক্ষুন্ন করতে পৌর মেয়রের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। বিজ্ঞ বিচারক মামলাটি পর্যালোচনা করে মেয়রসহ ৪ জনের জামিন আবেদন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, নারী নির্যাতন, ভাঙচুর, বেআইনি সমাবেশের অভিযোগে গত ১৮ জুন বান্দরবানের পৌরমেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ সাতজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন রেহেনা আক্তার নামের এক নারী। সোমবার (২৪ জানুয়ারি) জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত এই মামলায় পৌর মেয়রসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পূর্বকোণ/মিনার/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট