চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

হালদায় অভিযান, সাড়ে ৬ হাজার মিটার ঘেরা জাল জব্দ

হাটহাজারী সংবাদদাতা

১৬ জানুয়ারি, ২০২২ | ৮:৪০ অপরাহ্ণ

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে ৬ হাজার ৫শ’ মিটারের ১০টি ঘেরা জাল জব্দ করা হয়েছে।

রবিবার (১৬ জানুয়ারি) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।

পূর্বকোণকে তিনি বলেন, উপজেলার গড়দুয়ারা নয়াহাট থেকে শুরু করে ছিপাতলী, নাঙ্গলমোড়া, গুমানমর্দ্দন এলাকায় হালদা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ টি ঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জালসমূহের দৈর্ঘ্য প্রায় ৬ হাজার ৫০০ মিটার। এ সময় বরশী ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়।

 

পূর্বকোণ/খোরশেদ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট