চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

’২৩ সালের জুনে শেষ হবে কক্সবাজার বিমানবন্দরে প্রথম পর্যায়ের কাজ

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২২ | ১১:৩৩ অপরাহ্ণ

কক্সবাজার বিমানবন্দরকে আন্তজার্তিক মানে উন্নীতকরণে প্রথম পর্যায়ের কাজ ২০২৩ সালের জুন মাসে শেষ হবে বলে জানিয়েছে জাতীয় সংসদের অনুমিত হিসাব কমিটির সভাপতি আবদুস শহীদ। তিনি বলেছেন, এই বিমানবন্দর আন্তর্জাতিক মানের হলে কক্সবাজারের দৃশ্যপট বদলে যাবে। ইতোমধ্যে এই বিমানবন্দরে বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টি করা হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে সংসদীয় কমিটির একটি প্রতিনিধি দল কক্সবাজার বিমানবন্দর পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

আবদুস শহীদ বলেন, বর্তমানে কক্সবাজার আন্তর্জাতিক মানের উন্নীতকরণের প্রথম পযার্য়ের তৃতীয় দফার কাজ চলছে।

এ সময় সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মফিদুর রহমান জানান, আগামী ফেব্রুয়ারি মাসের পর থেকে কক্সবাজার বিমান বন্দরে দিবা রাত্রি বিমান চলাচল শুরু হবে। বর্তমানে বিমানবন্দরের লাইটিংয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে।

এ সময় কমিটির অন্য সদস্য সাইমুম সরওয়ার কমলসহ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট