চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

কেয়া গোল্ডমেডেলের বৃত্তি প্রদান অনুষ্ঠান

২২ জুলাই, ২০১৯ | ১:২৫ পূর্বাহ্ণ

কেয়া গোল্ডমেডেলের বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষ গড়ার জন্য শিক্ষা অপরিহার্য। শিক্ষার মাধ্যমে নৈতিক ও দক্ষ মানব সম্পদ তৈরি করা সম্ভব। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা সরকারের শিক্ষা ব্যবস্থায় সহায়ক ভূমিকা রাখছে। গত জুলাই চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন কেয়া আয়োজিত গোল্ডমেডেল বৃত্তি প্রদান অনুষ্ঠান সংগঠন চেয়ারম্যান অধ্যাপক হাফেজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চবি কলা ্ও মানববিদ্যা বিভাগের ডিন প্রফেসর ড. সেকান্দর চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বিএড কলেজের অধ্যাপক শামসুদ্দিন শিশির। কেয়ার মহাসচিব অধ্যক্ষ নজরুল ইসলাম খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন,কেয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মঈনুদ্দিন কাদের লাভলু, দিদার আশরাফী, মহিউদ্দিন ইমন প্রমুখ। আলোচনায় অঙশ নেন, অধ্যক্ষ রফিকুল ইসলাম, অধ্যক্ষ ছৈয়দুল আযাদ,এড, হামিদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে ৩১০ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীকে গোল্ডমেডেল ক্রেস্ট প্রাইজমানি প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট