চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক 

১৫ ডিসেম্বর, ২০২১ | ৯:০৯ অপরাহ্ণ

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় সিআইএমসিএইচ মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার ওপর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৫ ডিসেম্বর) মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান হোসাইন রশিদের সঞ্চালনায় কর্মশালায় হাসপাতালের ২০০ জন নার্স ও পরিচ্ছন্নতা সেবায় নিয়োজিত কর্মী এবং প্রশাসনিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এতে উপস্থিত ছিলেন সিআইএমসিএইচ হাসপাতালের ডা. আবদুর রাজ্জাক খান, সিআইডিসিএউচ এর সিনিয়র সহকারী পরিচালক ডা. মো. সরওয়ার কামাল, প্রশাসনের সিনিয়র সহকারী পরিচালক মো. ইসমাঈল, সিনিয়র সহকারী পরিচালক মো. আজাদ চৌধুরী, সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মো. এহসানুর রহমান সিদ্দিকী, মো. ইকবাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইমাম উদ্দিন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা কাজী মোহাম্মদ মিজানুর রহমান, ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট জ্যেতি সুত্রধর, শামসুননাহার প্রমুখ।

 

পূর্বকোণ/এএ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট