চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

জিপিএ-৫ পেয়েছে ৪১ জন

ফলাফলে রাউজানে শীর্ষে চুয়েট স্কুল এন্ড কলেজ

জাহেদুল আলম, রাউজান

১৯ জুলাই, ২০১৯ | ১:১৫ পূর্বাহ্ণ

গত বছরের তুলনায় এবারের এইচএসসি পরীক্ষায় খারাপ ফলাফল হয়েছে রাউজানে। এবার শতভাগ পাস নেই কোন শিক্ষাপ্রতিষ্ঠানে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রাপ্ত তথ্যে জানা যায়, উপজেলার ১৩ কলেজের মোট ৩২৬২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫২৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৪১ জন। পাসের হারে প্রথম স্থান দখল করেছে বরাবরের মতো চুয়েট স্কুল এন্ড কলেজ। এ কলেজ থেকে ১৬৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৬৫ জন। পাসের হার ৯৯.৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৮ জন। পাসের দিকে দ্বিতীয় স্থান দখল করেছে দেওয়ানপুর এস.কে.সেন স্কুল এন্ড কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৬ জন। তৃতীয় স্থানে আছে কদলপুর স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠানের ৪৬ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৬ জন। পাসের হার ৫৬.৫২। সবচেয়ে খারাপ ফলাফল করেছে বিনাজুরী নবীন স্কুল এন্ড কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠানের ২৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৭ জন। পাসের হার ২৬.৯২ শতাংশ। চুয়েট স্কুল এন্ড কলেজ, রাউজান সরকারি কলেজ ও আশালতা কলেজ ছাড়া আর কোন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জিপিএ-৫ পায়নি।
উপজেলার অন্যান্য কলেজের মধ্যে হযরত ইয়াছিন শাহ স্কুল এন্ড কলেজে ১০৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩২ জন। রাউজান সরকারি কলেজে ৮৫৬ জনের মধ্যে পাস করেছে ৪০১ জন। গহিরা ডিগ্রি কলেজের ২৮৮ জনের মধ্যে পাস করেছে ১২০ জন। নোয়াপাড়া কলেজের ৮০৩ জনের মধ্যে পাস করেছে ৩৪৫ জন। ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজের ৫৩৩ জনের মধ্যে পাস করেছে ২২১ জন। কু-েশ্বরী বালিকা মহাবিদ্যালয়ে ৯৮ জনের মধ্যে পাস করেছে ৫৪ জন। আশালতা কলেজের ৫১ জনের মধ্যে পাস করেছে ১৭ জন। হাজী বাদশা মাবেয়া কলেজের ১০৫ জনের মধ্যে পাস করেছে ৪৬ জন। অগ্রসর গার্লস কলেজের ১২৬ জনের মধ্যে পাস করেছে ৫৮ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার বলেন, ‘গত বছরের তুলনায় এবার এইচএসসির ফলাফলে খারাপ করেছে কলেজগুলো।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট