চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

লোহাগাড়ার বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন

কোদালা চা-বাগানের দক্ষিণে মুখোমুখি সংঘর্ষে নিহত হয় ৩৩ পাকিস্তানি সৈন্য

নিজস্ব সংবাদদাতা, লোহাগাড়া

১ ডিসেম্বর, ২০২১ | ১১:২৪ পূর্বাহ্ণ

ডিসেম্বরের প্রথম সপ্তাহে কোদালা চা-বাগানের দক্ষিণ পাশে চন্দ্রঘোনা-বান্দরবানের মাঝখানে কাঁচা রাস্তায় পাক বাহিনীর সাথে ৫০ জন মুক্তিযোদ্ধার মুখোমুখি সংঘর্ষ হয়। ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৩৩ জন পাকিস্তানি সৈন্য মারা যায় এবং শহীদ হন ২ জন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে লোহাগাড়ার বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন এই তথ্য জানান। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাজারবিঘা এলাকার মৃত হাজী আবুল হোসন-এর পুত্র। ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন। দেলোয়ার হোসেন ১৯৭১ সালে পদুয়া এ.সি.এম. উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন। তখন তাঁর বয়স ১৭ বছর। তিনি মরহুম বশর মেম্বার ও এডভোকেট হুমায়ুন কবির রাসেলসহ আরো কয়েকজনের সহযোগিতায় পদুয়ার বাগমুয়া হতে পায়ে হেঁটে দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হন। ভারতের পারবা ক্যাম্পে প্রথমে আশ্রয় নেন। ওইখান থেকে বিএসএফ বাহিনী তাঁদেরকে নিয়ে যান বাজিতালং। এখান থেকে দানদেব এবং কচুছড়ি এবং বড় পানছড়ি হয়ে পুনরায় তাঁদেরকে নিয়ে যাওয়া হয় দেমাগিরি ক্যাম্পে। ওইখানে প্রশিক্ষণ শেষে ছোট-খাটো অপরেশনে অংশ গ্রহণ করেন তিনি। এরপর ৮০ জনের একটি দল নিয়ে গ্রুপ কমান্ডার রাঙামাটির অশোক মিত্র কারবারি ও রাঙ্গুনিয়ার কোদালা চা-বাগান এলাকার সৈয়দ মুসার নেতৃত্বে দেশে প্রবেশ করেন। ওই সময় কোদালা চা-বাগান এলাকায় ছিল পাক বাহিনীর অবস্থান। অক্টোবর মাসের শেষের দিকে কোদালা চা-বাগান এলাকায় পাক বাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মুক্তিবাহিনীর আক্রমণের মুখে পাকবাহিনীর সৈন্যরা পালিয়ে যায়। তাতে ২ জন মুক্তিযোদ্ধা আহত হন। পরে মদুনাঘাট, বাওয়ানি মিল ও মরিয়মনগরের রাজাকার ক্যাম্প আক্রমণ করে তাদেরকে পরাজিত করলে এলাকাটি এক প্রকার শত্রুমুক্ত হয়। ফলে রাঙ্গুনিয়ার সরফ ভাটার দক্ষিণ পাশে গভীর জঙ্গলের ভেতর ৮০ জন মুক্তিযোদ্ধা নিয়ে একটি ক্যাম্প স্থাপিত হয়। মিত্রবাহীর সহায়তায় চন্দ্রঘোনা পেপার মিল পাক হানাদার বাহিনীর দখল থেকে মুক্ত করা হয়। পরবর্তী অপারেশন চালান দোহাজারীর ধোঁপাছাড়িতে। এ অপারেশনে ইব্রাহিম-বিন-খলিল ও মোস্তফিজুর রহমান চৌধুরী ছিলেন ।

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট