চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

শুভেচ্ছা সফরে ভারতে যাচ্ছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২১ | ৮:৩১ অপরাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে শুভেচ্ছা সফরে ভারতের বিশাখাপত্তনমে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান। জাহাজটি ভারতে তিন দিন অবস্থান করবে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) জাহাজটি চট্টগ্রামের নৌ ঘাঁটি ছেড়ে যায়। বিদায় মুহূর্তে নৌবাহিনীর কমান্ডার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদসহ পদস্থ কর্মকর্তা এবং নাবিকরা উপস্থিত ছিলেন। সফর শেষে জাহাজটি ১০ অক্টোবর দেশে ফিরবে।

ভারতে অবস্থানকালে জাহাজের ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত ভারতের বিশাখাপত্তনম নেভাল অডিটোরিয়ামে বিশেষ প্রামান্যচিত্র ও স্থিরচিত্র প্রদর্শন করা হবে। প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও অবদান এবং মহান মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতিম দেশ ভারতের ঐতিহাসিক ভূমিকাকে তুলে ধরা হবে। জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন আল ফারুক মাহমুদ হোসেনের নেতৃত্বে ৩২ জন কর্মকর্তা, ৪০ জন মিডশিপম্যানসহ মোট ২২৮ জন নৌ সদস্য শুভেচ্ছা সফরে অংশ নেবেন। 

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট