চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

মধ্যরাতে চবি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

চবি সংবাদদাতা

৩০ সেপ্টেম্বর, ২০২১ | ১১:০৩ পূর্বাহ্ণ

মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন।

আহতরা হলেন, সংস্কৃত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মো. মুজাহিদ, হিসাববিজ্ঞান বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের মো. জাহিদ, রাজনীতি বিজ্ঞান বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের সাব্বির আহমেদ ও আরবি বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের সাহিল কবির। এর মধ্যে গুরুতর আহত জাহিদকে চবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে আলাওল হলে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক ডা. টিপু সুলতান বলেন, আমাদের এখানে শহিদ নামের এক শিক্ষার্থী চিকিৎসা নিতে এসেছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। তবে মাথার আঘাতটা গুরুতর। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দিয়েছি।

বিজয় গ্রুপের নেতা ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বলেন, জামায়াতের আমির জাকির হোসেনের ছেলে মুজাহিদ অনেকদিন ধরে ছাত্রলীগে ঘাপটি মেরে শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করছিলো। তার বাবা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। ছাত্রলীগের বলিষ্ঠ ভূমিকায় জামায়াত শিবির যেখানে নিশ্চিহ্ন, সেখানে তারা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সেজে শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করছে।

তিনি আরো বলেন, গত কয়েকমাস তার অবৈধ কার্যকলাপ আমরা প্রত্যক্ষ করছি। গ্রুপে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত ছিল। সর্বশেষ সে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রলীগের ছেলেদের গতিরোধ করে। তাই আজকে ছাত্রলীগের ছেলেরা তাকে প্রতিহত করে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট