চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

ইভটিজিংয়ে বাধা দেয়ায় স্কুল ছাত্রকে হাতুড়ি পেটা, আটক ৪ বখাটে

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর, ২০২১ | ১১:০৯ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় দশম শ্রেনির ছাত্রীকে ইভটিজিংয়ে বাধা দেয়ায় একই ক্লাসের ফরহাদ উদ্দিন (১৬) নামে এক স্কুল ছাত্রকে হাতুড়ি পেটা করেছে বহিরাগত একদল বখাটে যুবক। এসময় তাকে বাঁচাতে গিয়ে আরও ৮-১০ জন ছাত্র আহত হয়েছেন। গুরুতর আহত ফরহাদ উদ্দিনকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা হাই স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ছাত্রদের সহায়তায় ৫ বখাটের মধ্যে ৪ জনকে পাকড়াও করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে স্কুল কর্তৃপক্ষ। 

পালাকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম বলেন, দুপুর ১টার দিকে বহিরাগত কিছু বখাটে যুবক স্কুল প্রাঙ্গনে এসে দশম শ্রেনির এক ছাত্রীকে উত্যক্ত করে। বিষয়টি একই ক্লাসের ছাত্ররা দেখলে প্রতিবাদ করেন। এসময় বহিরাগত ৫ যুবক হাতুড়ি দিয়ে ছাত্রদের ওপর হামলা চালায়। হামলায় ফরহাদ উদ্দিন নামের এক ছাত্র গুরুতর আহত হয়। তার দুটি দাঁত পড়ে যায়। পরে স্কুলের ছাত্ররা চার বখাটেকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করেছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, আটক চার যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হবে।

পূর্বকোণ/জাহেদ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট