চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ভূমি মন্ত্রণালয়েরও অনুমোদন পেল সিটি বাস টার্মিনাল নির্মাণ প্রকল্প

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২১ | ১২:২৪ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি বাস টার্মিনাল নির্মাণ প্রকল্পের ভুমি অধিগ্রহণের অনুমোদন দিয়েছে ভূমি মন্ত্রণালয়। গত ৯ সেপ্টেম্বর ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এই অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে। এতে প্রকল্পটি বাস্তবায়নে আরো এক দাফ এগিয়ে গেল। বাস টার্মিনালের প্রকল্প পরিচালক প্রকৌশলী আবু সালেহ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এরপর প্রকল্পটি প্রধানমন্তীর কার্যালয়ে যাবে। সেখান থেকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এলে জেলা প্রশাসন ভূমি অধিগ্রহণের ৪ ধারা নোটিশ প্রদান করবে।। প্রায় তিন বছর ধরে ঝুলে থাকা প্রকল্পটি গত ৭ জুন ডিস্ট্রিক্ট ল্যান্ড একুইজিশন কমিটির সভায় প্রকল্পের ভুমি অধিগ্রহণের অনুমোদন দেয়া হয়।
চসিক সূত্র জানায়, নগরীর মাস্টারপ্ল্যানে নগর উন্নয়নে কুলগাঁও এলাকায় ২৮ একর জমি চিহ্নিত করে রাখা হয়। উত্তর চট্টগ্রামের ১২টি রুটের বাসের জন্য গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি ২০১৮ সালের অক্টোবরে অনুমোদন হয়। তার মধ্যে প্রথম পর্যায়ে ৮.১০ একর জায়গা অধিগ্রহণ করে প্রকল্পের কাজ শুরু করার কথা। প্রায় ২৯৭ কোটি টাকা ব্যয়ে নগরীর কুলগাঁওয়ের বালুছড়ায় নির্মিতব্য প্রকল্প বাস্তবায়নের জন্য ভূমি অধিগ্রহণের ব্যয় ধরা হয়েছে ২৬০ কোটি ৫ লাখ ৫ হাজার টাকা, জমি উন্নয়ন ব্যয় ৩ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার টাকা, বাস-ট্রাক টার্মিনালের অবকাঠামো উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৫০ লাখ টাকা, ড্রেনেজ ব্যবস্থাসহ ইয়ার্ড নির্মাণে ব্যয় হবে ২৫ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়ন করা হবে কয়েকটি ধাপে। প্রথম ধাপে করা হবে ভূমি অধিগ্রহণ, ভ‚মি উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থাসহ আনুষঙ্গিক কাজ। সর্বশেষ নির্মাণ করা হবে বহুতল বাণিজ্যিক ভবন। চারতলাবিশিষ্ট ওই ভবনে থাকবে আধুনিক সব সুযোগ-সুবিধা। প্রকল্প পরিচালক প্রকৌশলী আবু সালেহ জানান, গত বছরের প্রথমদিকে প্রকল্পের ভুমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনকে ১৩০ কোটি টাকা প্রদান করা হয়েছে।

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট