চট্টগ্রাম শুক্রবার, ০৩ মে, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে গোলাগুলিতে মাদক পাচারকারী আহত, ২০ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই, ২০২১ | ৪:৪৬ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে দুর্বৃত্তদের গোলাগুলিতে নূর মোহাম্মদ (৩৭) নামের এক মাদক পাচারকারী গুলিবিদ্ধ হয়েছে। পরে ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র, দুই রাউন্ড গুলি ও ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ নুর মোহাম্মদ হ্নীলা ইউপির দক্ষিণ রঙ্গিখালীর মৃত হোসেনের ছেলে।

শনিবার (১০ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টায় টেকনাফ-কক্সবাজার মহাসড়কের আলীখালী রাস্তার মাথায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় আলীখালী রাস্তার মাথায় অভিযানে যায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে নূর মোহাম্মদের ডান পায়ে গুলি লাগে। পরে ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি ও ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আহত নূর মোহাম্মদকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে নূর মোহাম্মদ জানায়, তার সঙ্গীদের সহযোগীতায় টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে এই ঘটনায় আরও দু’তিনজন পালিয়ে গেছে বলে জানিয়েছে র‌্যাব।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট