চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বায়েজিদে পুলিশের অভিযানে বাধা, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২১ | ১১:৩১ অপরাহ্ণ

বায়েজিদ থানাধীন শেরশাহ এলাকায় ট্রাফিক পুলিশের অভিযানে বাধা দেয়ায়  মো. সেলিম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ জুন)  বেলা পৌণে ১২টায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

গ্রেপ্তার সেলিম বায়েজিদ থানাধীন শেরশাহ বাংলাবাজার হারিকেন ফ্যাক্টরির মৃধা বাড়ির মৃত মনচু হাওলাদারের ছেলে।

ওসি মো. কামরুজ্জামান বলেন, সিএমপি’র উত্তর বিভাগের সার্জেন্ট মাহমুদুল হাসান নিয়মিত অভিযানের অংশ হিসেবে শেরশাহ এলাকায় ট্রাফিক ম্যানেজমেন্টের পাশাপাশি অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিলেন। ঠিক ওই সময় মো. সেলিম সার্জেন্টের মামলা প্রক্রিয়ার সময় ভিডিও ধারণ করে বাধা প্রদান করছিলেন। ওই মুহূর্তে বিষয়টি থানা পুলিশকে অবগত করলে তাকে গ্রেপ্তার করা হয়।

বায়েজিদ থানার ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. মঞ্জুর হোসেন বলেন, সার্জেন্ট মাহমুদুল দায়িত্ব পালন করার সময় তার কাজে বাধা প্রদান করে এবং তাকে দেখে নিবে বলে হুমকি প্রদান করে মো. সেলিম। এ বিষয়ে তার বিরুদ্ধে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট