চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বায়েজিদে সক্রিয় তেল চোর সিন্ডিকেট, সাড়ে পাঁচশ লিটারসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

১১ জুন, ২০২১ | ৮:৩৪ অপরাহ্ণ

নগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ির ড্রাইভারদের কাছ থেকে অবৈধ পন্থায় কমদামে তেল কিনে বায়েজিদের একাধিক তেল চুরির সিন্ডিকেট। বাদ যায় না ব্যক্তি মালিকানাধীন গাড়িও। বায়েজিদের টেক্সটাইল চন্দনগর পশ্চিম পাশে এম আলম পাম্প এলাকা, সাবেক বিজিসি ট্রাস্ট ক্যাম্পাস এলাকা ও ক্যান্টনমেন্টের পাশের পাম্প এলাকা জুড়ে গড়ে উঠেছে এসব তেল চোরদের শক্ত সিন্ডিকেট।

বৃহস্পতিবার (১০ জুন) রাতে বায়েজিদ বোস্তামী থানাধীন জোবেদা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সংলগ্ন এলাকা থেকে সাড়ে পাঁচশ লিটার চোরাই ডিজেল ও অকটেনসহ মো. সোহেল (৩৩) নামের এক চোরাই তেল কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. সোহেল (৩৩) বায়েজিদ ফায়ার সার্ভিস সংলগ্ন ড্রাইভার কলোনির আব্দুল মালেক ড্রাইভারের ছেলে।

বায়েজিদ থানার ওসি মো.কামরুজ্জামান পূর্বকোণ অনলাইনকে বলেন, গ্রেপ্তারকৃত সোহেল বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ির ড্রাইভারদের সাথে যোগসাজসে কমদামে তেল কিনতো। গোপন সংবাদের ভিত্তিতে ৫২০ লিটার ডিজেল ৩০ লিটার অকটেনসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট