চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

চট্টগ্রামে পাহাড় থেকে সরানো হলো শতাধিক পরিবারকে

অনলাইন ডেস্ক

৬ জুন, ২০২১ | ৩:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামে ১৮টি ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে শতাধিক পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। আজ রবিবার (৬ জুন) সকাল থেকে আগাম ব্যবস্থা নিতে কাজ করছে জেলা প্রশাসন।

ধ্বসের আশংকায় নগরীর আকবর শাহ, শাপলা আবাসিক এলাকা, বিশ্বকলোনি, টাইগার পাস, লালখান বাজার মতিঝর্ণা, বাটালি হিল, বায়েজিদসহ বিভিন্ন পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করে জেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান বলেন, সকাল থেকে চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে শতাধিক পরিবারকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেয়া স্থান্তর করা হয়েছে। সেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে।  চট্টগ্রামে মোট ৩০ টি আশ্রয়কেন্দ্রে তৈরি করা হয়েছে। এর মধ্যে নগরীর ১৯টি ও জেলার মধ্যে ১১টি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট