চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে সিগারেট ধরাতে গিয়ে অগ্নিদগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক

১৫ মে, ২০২১ | ১০:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের বাকলিয়া এলাকার একটি বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণে সৃষ্টি অগ্নিকাণ্ডে ৫ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ শনিবার (১৫ মে) রাত পৌণে ৯টার দিকে ভরাপুকুর পাড় এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কিশোর কুমার দে (৪২), পংকজ দে (৪০), যদু বিশ্বাস (৫৫), মধুসূদন দত্ত (৪৫) ও প্রদীপ দাশ (৫২)।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, বাকলিয়ার ওই বাসায় রুমের ভেতর বসে তাস খেলছিলেন তারা। এসময় গ্যাসলাইট দিয়ে সিগারেট ধরানোর সময় গ্যাসলাইটার বিস্ফোরিত হয়ে রুমের ভিতরে আগুন লেগে যায়। এতে ৫ জন অগ্নিদগ্ধ হয়। দ্রুত চমেক হাসপাতালে নিয়ে এলে সবাইকে ৩৬ নম্বর বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। আহতদের মধ্যে প্রবীর দশের অবস্থা আশঙ্কাজনক।

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট