চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

চট্টগ্রামে কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ২৫ লাখ টাকার জর্দ্দা আটক

নিজস্ব প্রতিবেদক

১ মে, ২০২১ | ৮:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়ির মেসার্স নিরাপদ ট্রান্সপোর্ট অ্যান্ড পার্সেল সার্ভিসে অভিযান চালিয়ে ২৫ লাখ টাকার অবৈধ জর্দার চালান আটক করেছে ভ্যাট কর্মকর্তারা।  শনিবার (১ মে) গোপন সংবাদের ভিত্তিতে কুরিয়ার সার্ভিসটিতে আগ্রাবাদ ভ্যাট বিভাগের একটি নিবারক দল অভিযান চালিয়ে চালানটি আটক করে।

আগ্রাবাদ ভ্যাট বিভাগের প্রধান শাহিনূর কবির পাভেল জানান, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে মেসার্স নিরাপদ  ট্রান্সপোর্ট অ্যান্ড পার্সেল সার্ভিসের  যাত্রাবাড়ী শাখা থেকে কিছু ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে চট্টগ্রামের চাক্তাই, দোহাজারী, রাঙামাটি জেলার বিভিন্ন এলাকায় সরবরাহের  উদ্দেশ্যে  ভ্যাটের বৈধ কাগজপত্র ছাড়া ১৭টি কার্টনে বোঝাই জর্দা পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে অবৈধ তামাকজাত পণ্য নিয়ন্ত্রণে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট থেকে বেশ কিছু অভিযান ও ব্যবস্থা গ্রহণে আতঙ্কিত হয়ে ভ্যাট ফাঁকির জন্য কিছু অসাধু ব্যক্তি কুরিয়ার সার্ভিসকে বেছে নিয়েছে। এ বিষয়ে ভ্যাট আইনানুসারে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন আছে। আটক জর্দার ওপর প্রযোজ্য ভ্যাট ও সম্পূরক শুল্কের পরিমাণ  প্রায় ১০ লাখ টাকা। ভ্যাট, সম্পূরক শুল্কসহ আটক জর্দার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট