চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে সোয়া কোটি টাকার ইয়াবাসহ চালক-হেলপার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল, ২০২১ | ৫:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় ৩৮ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার কোতোয়ালী থানার মৃত কাজী আবদুর রহিমের ছেলে মো. আবুল হোসেন (৩২) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী গ্রামের মো. শহীদুল ইসলামের ছেলে মো. মানিক মিয়া (২৯)। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আফজালনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. আনোয়ার হোসেন ভূঁইয়া।

তিনি জানান, মাদক পাচারের খবর পেয়ে গতকাল সন্ধ্যায় সাতকানিয়ার আফজালনগর এলাকায় মহাসড়কে গাড়ি তল্লাশি শুরু করি। এ সময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে ট্রাকটিকে থামানোর সংকেত দিই। কিন্তু হঠাৎ ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে গ্রেপ্তার করা হয়। পরে ট্রাকের ড্রাইভিং সিটের পেছন থেকে ৩৮ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ ৯৫ হাজার টাকা। এ ঘটনায় সাতকানিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট