চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

তুচ্ছ ঘটনায় সন্দ্বীপে ব্যবসায়ীকে ছুরিকাঘাত

নিজস্ব সংবাদদাতা, সন্দ্বীপ

২৬ জুন, ২০১৯ | ১:৫৯ অপরাহ্ণ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্দ্বীপের রাজীব মজুমদার (২৬) নামের এক সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে বখাটে যুবক আরাফাত।

আজ বুধবার (২৬ জুন) দুপুর বারোটায় সারিকাইত ইউনিয়নের কাজীপাড়া তেমাথা বাজারে এই ঘটনা ঘটেছে। আহত সেলুন দোকানির নাম রাজীব মজুমদার (২৬)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে রাজীবের সেলুনে প্রবাসী বখাটে আরাফাত মেঝেতে থুথু ফেলে। রাজীব নিষেধ করলে আরাফাত তাকে গালমন্দ করে। একপর্যায়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হলে আরাফাত রাজিবের বাহুতে দোকানে থাকা চুলকাটার কাচি ঢুকিয়ে দেয়। ঘটনার পরপর ব্যবসায়ীরা আরাফাতকে আটক করে। পরে তাদের দোকানপাট বন্ধ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে নিয়ে যায়।

কাজীপাড়া তেমাথা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী মোঃ আক্তার জানান, থুথু ফেলাকে কেন্দ্র করে ব্যবসায়ী রাজীবকে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করছি। সারিকাইত ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম পনির জানান, ব্যবসায়ীকে ছুরিকাঘাতের বিষয়টি থানায় জানানো হয়েছে।

সন্দ্বীপ থানার এসআই মো. আলী আকবর বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট