চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

মাস্ক না পরে রাস্তায় বের হওয়ায় ১০ পথচারীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২১ | ৭:৪১ অপরাহ্ণ

মাস্ক না পরে ঘরের বাইরে বের হওয়ায় দশজন পথচারীকে তিন হাজার চারশত টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভ্রাম্যমান আদালত। আজ রবিবার সকালে নগরীর মেহেদীবাগ, প্রবর্তক মোড়, ২নং গেইট, ষোলশহর ও বায়েজিদ বোস্তামী এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এই জরিমানা করা হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। আদালত পরিচালনাকালে করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধে জনসাধারণকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পথচারীদের সচেতনতা ও নির্দেশনা প্রদান করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করে।

পূর্বকোণ / আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট