চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

৩শ’ টাকার জন্য প্রাণ গেল রুপন আচার্য্যের

আনোয়ারা সংবাদদাতা

৮ এপ্রিল, ২০২১ | ১:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় পাওনা ৩শ’ টাকাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় গুরুতর আহত রুপন আচার্য্য মারা গেছেন।

বুধবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

এর আগে বুধবার ভোরে উপজেলার কৈনপুরা এলাকার রুবেল দাশ নামের এক ব্যক্তির সঙ্গে ঝগড়া হয় রুপন আচার্য্যের। এক পর্যায়ে রুবেলের লোহার চেইনের আঘাতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করলে রাত ৮ টায় চিকিৎসাধীন অবস্থায় রুপন মারা যায় বলে জানান আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার।

রুপন ওই এলাকার রাখাল আচার্য্যের ছেলে। আর রুবেল দাশ একই এলাকার বাদল দাশের ছেলে।

ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার পূর্বকোণকে বলেন, পাওনা ৩শ’ টাকাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। রুবেল নিহত রুপনের কাছে পাওনা টাকা দাবি করেছিল। টাকা না পাওয়ায় রুপনকে মারাত্নকভাবে আহত করে রুবেল। রাত আটটায় চমেক হাসপাতালে মৃত্যু হয় তার। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে চাতরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াছিন হিরো পূর্বকোণকে বলেন, মৃত্যুর বিষয়টি শুনেছি। এলাকাবাসী জানায় লোহার চেইনের আঘাতেই রুপনের মৃত্যু হয়েছে। এখনো এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে। তবে পর্যাপ্ত পুলিশ মোতায়োত রয়েছে।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট