চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ চিকিৎসকের পদ শূন্য

চন্দনাইশে স্বাস্থ্যসেবা বিঘিœত হওয়ার শঙ্কা

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

২৩ জুন, ২০১৯ | ১:০৯ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ চিকিৎসকের পদোন্নতি হওয়ায় সর্বমোট ১৩ চিকিৎসকের পদ খালি হয়ে যায়। এতে চন্দনাইশ স্বাস্থ্যসেবা বিঘিœত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল।
জানা যায়, গত ১৭ জুন রাষ্ট্রপতির অনুমতিক্রমে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পর্ব-১, অভি শাখার উপ-সচিব শামীমা নাছরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চন্দনাইশের ৪ চিকিৎসককে পদোন্নতি দেয়া হয়। মেডিকেল অফিসার ডা. মো. মঈনুদ্দিন চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট অর্থপেটিক ডা. আবদুর রহমান, জুনিয়র কনসালটেন্ট গাইনি বিভাগ ডা. তাজিম সুলতানাকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে চমেক হাসপাতালে আগামী ২৫ জুনের মধ্যে যোগদান করার নির্দেশ দেন। জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ডা. পথিক চৌধুরীকে পদোন্নতি দিয়ে সহকারী অধ্যাপক করে কক্সবাজার মেডিকেল কলেজে বদলি করেন। এতে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন বিশেষজ্ঞ ডাক্তারের মধ্যে রয়েছে মাত্র ১ জন। তাছাড়া ২ জন মেডিকেল অফিসার ও ডেন্টাল সার্জনসহ ১৩টি পদ খালি রয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বখতিয়ার আলম।
চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৮ জন। এতে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল। এ ব্যাপারে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করে চিকিৎসকের খালি পদগুলো পুরণের জন্য জরুরিভাবে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট