চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মেয়াদহীন লোশন রেখে জরিমানা গুনল খুলশীর বেবি টাউন

নিজস্ব প্রতিবেদক

৪ মার্চ, ২০২১ | ৯:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের খুলশীতে মেয়াদহীন লোশন-অননুমোদিত পণ্য বিক্রয় করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম ও মো. জিল্লুর রহমান। অভিযানে মেয়াদহীন বেবি লোশন রাখায় ওয়াসার মোড় এলাকার সুপার শপ বেবি টাউনকে ২০ হাজার টাকা ও বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে পণ্য বিক্রি করায় দেউড়ির কুপার্সকে (গুইবারা বেকারি) ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চট্টগ্রাম বিএসটিআইয়ের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ জানান, অভিযানে মেয়াদের তারিখ বিহীন বেবি লোশন বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করায় ওয়াসার মোডের সুপার শপ বেবি টাউনকে ২০ হাজার টাকা ও বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য বিক্রি করায় কাজির দেউড়ির কুপার্সকে দুই হাজার করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ইন্সপেক্টর (মেট.) মো. মুকুল মৃধা।
পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট