চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামের ফুটপাতে জন্ম নেয়া নবজাতক ও তার মাকে বাঁচাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

৪ মার্চ, ২০২১ | ৯:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বন্দর থানা এলাকায় সদ্যপ্রসূত সন্তানসহ মানসিক ভারসাম্যহীন এক নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ৮টায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বন্দর থানার সহকারী উপ-পরিদর্শক মো. আমান।

তিনি বলেন, ‌‌আজ সকালে বন্দর থানার কিছু দূরে ফুটপাতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে সন্তান প্রসব করতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যদি আর কিছুক্ষণ দেরি হতো তাহলে ওই নবজাতক ও নারী মারা যাওয়ার আশংকা ছিল। কারণ তখন দু’জনই ফুটপাতে ছটফট করছিল।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, সকাল ৮টার দিকে ফুটপাত থেকে নবজাতকসহ এক পাগলিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে বন্দর থানা পুলিশ। বর্তমানে তারা মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নবজাতক ও মা সুস্থ আছেন।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট