চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

চন্দনাইশে গুড়িয়ে দেয়া হল ২টি অবৈধ ইটভাটা

চন্দনাইশ সংবাদদাতা

২ মার্চ, ২০২১ | ৯:৫৯ অপরাহ্ণ

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় হাইকোর্টের নির্দেশে চট্টগ্রামের চন্দনাইশে ৪র্থ দফায় দুইটি ইটভাটা ধ্বংস করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (২ মার্চ) কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর পূর্ব এলাহাবাদ চা বাগান এলাকায় এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম জেলা প্রশাসন।

 

ধ্বংসকৃত ইটভাটাগুলো হল- শাহ্ আমানত ব্রিকস (বিবিসি) ও মেসার্স এমএইচওয়াই ব্রিকস।

 

অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের পরিদর্শক নুর হাসান সজীবসহ আরও অনেকে।

 

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী পূর্বকোণকে বলেন, কাঞ্চননগর পূর্ব এলাহাবাদ চা বাগান এলাকায় অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় শাহ্ আমানত ব্রিকস (বিবিসি) ও মেসার্স এমএইচওয়াই ব্রিকস দুইটি গুড়িয়ে দেয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, তথ্য অনুযায়ী চন্দনাইশে মোট ৩২ টি ইটভাটা রয়েছে। তৎমধ্যে ৫টিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। বাকি ২৭টিতে ছাড়পত্র নেই। অভিযানে অবৈধ ২টি ইটভাটা ধ্বংস করা হয়েছে। পর্যায়ক্রমে অবৈধ ইটভাটা ভেঙ্গে দেয়া হবে।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট