চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রামগড়ে ফেনী নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা

২৭ ফেব্রুয়ারি, ২০২১ | ৬:৫১ অপরাহ্ণ

রামগড়ের ফেনী নদীতে ডুবে সজীব বাহাদুর ছেত্রী পাভেল (১৩) নামের এক স্কুল ছাত্র মারা গেছে।  সে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র এবং  রামগড় পৌরসভার বল্টুরাম টিলা এলাকার কর্ণ বাহাদুর ছেত্রীর ছেলে । শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে  এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়,  শনিবার দুপুরে  বল্টুরামটিলা এলাকায় সীমান্তবর্তী ফেনী নদীর চরে ফুটবল খেলতে যায় ১০-১২ জন সমবয়সী  শিশু। খেলাশেষে  পাভেল(১৩), শান্ত(১২),  অক্ষয়(১৩) ও ইস্রাফিল(১৩)সহ কয়েকজন নদীতে গোসল করতে নামে।  এক পর্যায়ে পাভেল ও শান্ত  নদীর  গভীরে  ডুবে যাওয়ার সময়  অক্ষয়  এসে এদের বাঁচানোর চেষ্টা  করে। এ সময় অপর বন্ধু ইস্রাফিলের  সহায়তায় শান্তকে পানি থেকে  তুলে আনা গেলেও  গভীর জলে ডুবে যায় পাভেল। পরে স্থানীয়  লোকজন এসে গভীর জলে ডুবন্ত অবস্থায় পাভেলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।  এসময়  হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার  ডা. আব্দুর রহিম পাভেলকে মৃত ঘোষণা করেন।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোহাম্মদ শামসুজ্জামান জানান, এ ব্যাপারে থানায়  একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

পূর্বকোণ / নিজাম- আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট