চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাঘাইছড়িতে ইউপি সদস্যকে হত্যার ঘটনায় মামলা, সাবেক চেয়ারম্যানসহ আসামি ১৮

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি, ২০২১ | ৮:৪৪ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে ইউএনও’র অফিসে ঢুকে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে আসামি করা হয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১৮ জনকে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে মামলাটি দায়ের করেন রূপকারী ইউপি সদস্য বিনয় চাকমা।

এর আগে বুধবার দুপুরে ইউএনও’র কার্যালয়ে ঢুকে রূপকারী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও জেএসএস (এমএন লারমা) নেতা সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান পূর্বকোণকে বলেন, মামলায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জনসংহতি সমিতির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বড় ঋষি চাকমাসহ সংগঠনটির ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাছাড়া অজ্ঞাত আরও আটজনকে আসামি করা হয়েছে।

এই ঘটনায় পর বাঘাইছড়িতে পুলিশ ও বিজিবির পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পূর্বকোণ/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট