চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে ১৪ ফার্মেসিকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:৩৩ অপরাহ্ণ

কক্সবাজার সদরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ১৪ ফার্মেসিকে ৮ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বাজারঘাটা এলাকায় এই অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।

তিনি জানান, অবৈধ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মেসার্স প্রেসক্রিপশনকে ২ লাখ, বিএন ফার্মেসিকে ২ লাখ, আশরাফ মেডিকোকে ৩০ হাজার, নিলুফা মেডিকোকে ২৫ হাজার, মেসার্স নাফ মেডিকোকে ৭০ হাজার, কক্সবাজার সার্জিকেলকে ৩০ হাজার, রামু প্লাস মেডিকোকে ৫০ হাজার, মেসার্স আর আর ফার্মেসিকে ৫০ হাজার, ব্রাদার্স মেডিকোকে ৫০ হাজার, পপুলার ফার্মেসিকে ৩০ হাজার, শাহাব ফার্মেসিকে ৫০ হাজার, মায়ের স্বপ্ন মেডিকেল হলকে ৩৫ হাজার, মেসার্স বৈশাখী ফার্মেসিকে ২০ হাজার, সাফা মারওয়া মেডিকেল হলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আনিসুর রহমান।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট