চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হালদায় বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ

হাটহাজারী সংবাদদাতা

১৬ ফেব্রুয়ারি, ২০২১ | ৮:০৮ অপরাহ্ণ

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে ১৫টি নৌকা থেকে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় মাদার্শা ইউনিয়নের কুমারখালী ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব সরঞ্চাম জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন।

ইউএনও রুহুল আমীন পূর্বকোণকে বলেন, ‘কুমারখালী ঘাট এলাকায় অভিযান চালিয়ে হালদা নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিন চালিত ১৫টি নৌকা থেকে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট